জাতীয়ঢাকালেখা-পড়া

জাতীয়করণের দাবিতে ১২ দিন ধরে অবস্থান করছেন শিক্ষকরা

মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দিন ধরে অবস্থান করছেন শিক্ষকরা। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস মেলেনি। তবে হাল ছাড়ছেন না তারা। বরং সরকারের কোনো একজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের আশায় আছেন শিক্ষকরা।

গত ১১ জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন দেশের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার শিক্ষক। আজ শনিবারও মাদুর বিছিয়ে সড়কে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে তাদের। অস্থায়ী মঞ্চে বক্তৃতা করছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের প্রতিনিধিরা।

কর্মসূচিতে যোগ দেওয়া টাঙ্গাইলের গোপালপুর থেকে আসা এক নারী শিক্ষক বলেন, তারা শুনেছেন, আজকেও কাদের সঙ্গে শিক্ষক নেতাদের যেন বসার কথা আছে। দাবি আদায় হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের।

নোয়াখালীর সুবর্ণচর থেকে আসা শিক্ষক মো. আব্দুল আউয়াল বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে আমরা আশাবাদী না। আমরা সেই আশা করছি, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সব ঠিক হবে।

এদিকে বিগত ১২ দিন ধরে শিক্ষকদের এই অবস্থানের কারণে প্রেসক্লাবের সামনে দিয়ে এক পাশের সড়ক বন্ধ রয়েছে। গাড়ি চলছে অশ্য পাশ দিয়ে। ফলে অনেক সময় যানজট তৈরির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।

অপরদিকে শিক্ষকদের আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে না পারে, সেজন্য সার্ক ফোয়ারার পাশে একদল পুলিশকে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদের দাবি, আন্দোলনের গতি আগের থেকে বেড়েছে। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হতে পারে। তবে বৈঠক না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা। তবে সেই বৈঠক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে উল্লেখযোগ্য কোনো ঘোষণা না আসায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close