নারায়ণগঞ্জস্বাস্থ্য বার্তা
বিদ্যানিকেতনে মেয়েদের বয়ঃসন্ধি নিয়ে সেমিনারে ডা. জাকিয়া পারভীন লিপির আলোচনা
নারায়ণগঞ্জের বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ ডা. জাকিয়া পারভীন লিপি বলেছেন আমাদের অজ্ঞতা এবং সচেতনতার অভাবে নানান মহিলা রোগে ভুগছে। তিনি বলেন, আমাদের দেশে মেয়েদের সাধারণত ১২ থেকে ১৪ বছরের মধ্যে ঋতুস্রাব হয়ে যায়। এ-সময় মেয়েরা বিষয়টি বুঝতে পারে না যে এটা প্রাকৃতিক নিয়মে হচ্ছে এবং তার শারীরিক পরিবর্তন হয়। তিনি এ ব্যাপারে মায়েদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন মেয়েদের কে মায়েদেরই সচেতন করে তুলতে হবে। তিনি ঋতুস্রাব সহ যেকোনো গাইনি সমস্যার সমাধানে ডাক্তারের পরামর্শ নেয়ার আহবান জানান।
তিনি মঙ্গলবার সকালে বিদ্যানিকেতন হাই স্কুলে ছাত্রীদের বয়োঃসন্ধীক্ষন বিষয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাইড ক্লিনিক ও হাসপাতালের পরিচালক আইভি রোকসানা, প্রকৌশলী রুহুল আলম,বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, সালমা পারভীন মীনা,শিক্ষক সালমা আক্তার, হাবিবা সুলতানা প্রমুখ।পরে ডাক্তার জাকিয়া পারভীন লিপি মেয়েদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।