অপরাধসিলেট বিভাগ

ট্রেনে হিজরাদের হয়রানি থেকে মুক্তি চায় সাধারণ যাত্রীগন

মোঃ অন্তর মিয়া
প্রতিনিধি , শ্রীমঙ্গল,মৌলভীবাজারঃ

কালোনী এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবার নিরাপত্তা আরেক নাম ও জনসাধারণে ভ্রমণের আস্থা। কিন্তু কালোনী, পারাবত, জয়েন্তিকা এক্সপ্রেস
সহ সকল ট্রেনে প্রতিদিন হিজরাদের কাছে হয়রানির শিকার হতে হচ্ছে সকল যাত্রীদের।

আজ সোমবার ৩০ মে ২০২৩ ইং বিশেষ প্রয়োজনে পরিবার সদস্যদের নিয়ে ব্রাম্মনবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন এক ভদ্রলোক।
কিছুসময় যেতে না যেতেই ট্রেনের ঝ বগিতে হাতের তালি ও উচ্চ আওয়াজ দিয়ে হাজির হয় এক দল হিজরা।
ভদ্রলোকটি ঘুমিয়ে থাকাকালীন সময়ে হিজরা তাকে গায়ে ধাক্কা মেরে টাকা চেয়ে বসে ।ট্রেনের ঔ যাত্রী ভাংতি টাকা না থাকায়
সে টাকা নাই বললে, ট্রেনে শত যাত্রীদের সামনে হয়রানি ও বস্ত্রহরণ করার হুমকি দিয়ে বসে হিজরা দলের এক সদস্য।
এতে ট্রেনে থাকা যাত্রীরা আতংকিত হয়ে পরেন।পরিস্থিতি বিরাজমান হওয়ার পর
জিআরপি পুলিশ কে এ বিষয় অবগতি করা হলেও নেয়া হয় নি কোনো পদক্ষেপ বা সুষ্ঠু বিচার।
যথাক্রমে প্রতিদিন এভাবেই হয়রানী হতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
সকল যাত্রীদের যাত্রী সেবা নিরাপত্তার জন্য বাংলাদেশ রেলওয়ের প্রসাশনের নিকট দাবী জানাচ্ছে সাধারণ যাত্রী ও জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close