অপরাধসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জমি দখলে নিতে চরশিমুলপাড়ায় ভূমিদস্যু করিম বাহিনীর তাণ্ডব, দুইজনকে জখম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চরশিমুলপাড়ায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জমি দখলের উদ্দেশ্যে এক কিশোরকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও অপর আরেকজনকে মারধর করে হত্যা করে লাশ গুমের হুমকিসহ বিপুল পরিমাণ অর্থ লুটপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ উঠেছে চরশিমুলপাড়া এলাকার ইউসুফ পাটোয়ারীর ছেলে ভূমিদস্যু করিম (৪২) বাহিনীর বিরুদ্ধে। গত বুধবার (০৩ মে) সিদ্ধিরগঞ্জের চরশিমুলপাড়া ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন নুসরা ট্রেডার্সে এ ঘটনা ঘটে।অবৈধভাবে জমি দখলে ভূমিদস্যু করিম বাহিনীকে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে ও তার ভাতিজাকে মারধরসহ তাণ্ডব চালানো হয় ব্যবসা প্রতিষ্ঠানেও। এতে আহত মো: বিল্লাল হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৪৫। মামলার এজহার সূত্রে জানা যায়, বিবাদী ভূমিদস্যু করিমগংদের সাথে বাদীর দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে চরশিমুলপাড়া ওরিয়ন পাওয়ার প্লান্ট সংলগ্ন বাদীর নিজ জমিতে নির্মাণ কাজ চলার সময় উক্ত জমির কাজ বন্ধ ও দখলের উদ্দেশ্যে রামদা, ছুরি, লোহার রডসহ অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালাতে যায় করিম বাহিনী। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নির্মাণ কাজ বন্ধ করে দিতে বলে। এসময় জমির মালিক মামলার বাদী বিল্লাল কাজ বন্ধ করার কারণ জিজ্ঞাসা করলে এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু করিমের নির্দেশে হামলা চালায় তাঁর বাহিনী। এসময় বিল্লালকে এলোপাথাড়ী ভাবে কিল ঘুষি লাথি মেরে তার ওপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করে। তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ভূমিদস্যু করিম শ্রমিকদের মজুরি দেয়ার জন্য বিল্লালের পকেটে থাকা নগদ ৮০,০০০/- টাকা নিয়ে যান। এসময় তার ডাকৎচিকারে তাঁকে বাঁচাতে ভাতিজা মেহেদী (১৮) উদ্ধার করতে গেলে তাকেও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে হামলাকারি ভূমিদস্যু করিম ও তাঁর বাহিনী। এসময় নির্মাণ কাজের মূল্যবান সামগ্রী বিনষ্ট করে প্রায় ১ লাখ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করা হয় এবং বিল্লালের মালিকানাধীন নুসরা ট্রেডার্স এর ওয়ার্কশপের ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ৬৫ হাজার টাকার লুট করা হয়। এসময় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে জমিতে পুনরায় নির্মাণ কাজ শুরু করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে আসামিরা পালিয়ে যায়।পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী বিল্লাল হোসেন বাদী হয়ে সুমিলপাড়া আইলপাড়া এলাকার ইউসুফ পাটোয়ারীর ছেলে ভূমিদস্যু আ: করিম (৪২) কে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন – ইউসুফ পাটোয়ারের ছেলে শাহ আলম (৩২), মো: আলম (৪৫), ইউসুফ পাটোয়ারী (৬৩), আ: করিমের মেয়ে আমেনা বেগম (৪০), আলমের মেয়ে রুমি (২৫), ইউসুফ পাটোয়ারীর ছেলে আ: রহিম (৪৫) সহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে মামলায় আসামি করা হয়। এ ঘটনার প্রত্যক্ষ এলাকাবাসী জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিল্লাল ৮/৯ বছর ধরে এ জমিতে নুসরা ট্রেডার্স নামে ওয়ার্কশপ করে ব্যবসা করে আসছে। তার জমিতে নির্মান কাজ বন্ধ করে দেয়ার জন্য করিম বাহিনী হামলা চালালে আমরা এলাকার লোকজন এগিয়ে যাই।পরে এলাকার মশু ভাই তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন দিয়ে ঘটনাস্থলে এনে আসামিগনকে চিহ্নিত করে মামলা করতে সহায়তা করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই দেবাশীষ বলেন, এ বিষয়ে থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close