নারায়ণগঞ্জ
শ্রমিক দিবসে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণ সমাবেশ ও র্যালী
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে গণ সমাবেশ ও র্যালী করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।
সোমবার সকাল দশটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেক।
নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ক্বারী বজলুল হক, মহানগর সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরীফ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরিদুজ্জামান, জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, সোনারগাঁও থানা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর শ্রম সম্পাদক আব্বাস সিকদার, জেলা শ্রম সম্পাদক ফারুক হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের জেলা সদস্য সচিব আহমদ যোবায়ের তানভীর প্রমুখ।