সিলেট বিভাগ
কমলগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রা শেষে উপজেলা পরিষ চত্বরে আলোচনা সভা ও মণিপুরী ললিতকলা একাডেমী, ধ্রুপদি নৃত্যালয় ও কিশোর কিশোরী ক্লাবের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।