সিদ্ধিরগঞ্জ
১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ নং ওয়ার্ড ইনসাবের উদ্যোগে র্যালী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ শ্রমিক মালিক ঐক্য গড়ি, সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জ থানা ১ নং ওয়ার্ড হিরাঝিলে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন -ইনসাবের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে ইনসাবের উদ্যোগে একটি বিশাল র্যালী বের হয়। পহেলা মে সকাল ৯ টায় ১ নং ওয়ার্ড কার্যালয় হতে মিছিল নিয়ে পাইনাদী, সিআই খোলা , তারা মার্কেট, মক্কী নগর এলাকা হয়ে পুনরায় হিরাঝিল কার্যালয়ে এসে র্যালীটি সমাপ্ত হয়। ব্যানার, প্লে কার্ড হাতে নিয়ে নির্মাণ শ্রমিকদের ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে, দুনিয়ার মজদুর এক হও, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ১ নং ওয়ার্ড। ইনসাবের ১ নং ওয়ার্ড সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম। প্রধান বক্তা ছিলেন ১ নং ওয়ার্ড ইনসাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড ইনসাবের সহ সাধারণ সম্পাদক আবু সালেহ ও সেলিম,সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,সিনিয়র সহসভাপতি মোঃতাহের,সহ সভাপতি মনু, সহ সভাপতি হারুন,ক্যাশিয়ার আলামিন খান, প্রচার সম্পাদক বাদল, সহ প্রচার সম্পাদক সোহেল, সদস্য মিলন প্রমুখ।