সোনারগাঁও
সোনারগাঁয়ে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(১৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় মোবারক হোসেন স্মৃতি সংসদের প্রদান কার্যালয়ে এরফান হোসেন দীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম, মেহেদী হাসান রবিন, উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রউফ, আব্দুল মতিন, মোগরাপাড়া ইউনিয়নের রোমান বাদশাহ, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবু তাহের, আব্দুল হক, মুজিবুর রহমান, আবুসালেহ মুছা, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, জহির আহমেদ,সাবেক মহিলা ইউপি সদস্য সাবিনা আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন, রাসেল মিয়া, আমজাদ, সেলিম মিয়া, যুবলীগ নেতা শাহজালাল, আলী হোসেন,মো: রাসেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক মো. রিদুয়ান ইসলাম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, পিরোজপুর ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো: সেলিম, ছাত্রলীগ নেতা মো: হাবীবুর রহমান হাবীব, কবির প্রধান, রাকিব ভূইয়া, মো. শান্ত, শাফিন আহমেদ সোহাগ, আরমান প্রধান, মো: রাসেদ, আওয়ামী যুব মহিলা লীগ যুগ্ম আহবায়ক মৌসুমি আহমেদসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।