নারায়ণগঞ্জ

ঈদের আগে বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তিঃ  আজ ১৪ই এপ্রিল, ২০২৩ (শুক্রবার) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের চলতি মাসের বেতন ও পূর্ণাঙ্গ বোনাস প্রদান এবং নিত্যপণ্যের দাম কমানো সহ শ্রমিকের বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলার আহ্বায়ক কাউসার হামিদের সভাপতিত্বে এবং সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সম্পাদক জাহিদ সুজন, অর্থ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিসিক অঞ্চলের সংগঠক মোঃ মোস্তফা সহ নেতৃবৃন্দ।

অঞ্জন দাস তার বক্তব্যে বলেন, আমরা একটি শোকার্ত অবস্থার মধ্যে আছি। গত পরশু দেশের নিবেদিত প্রাণ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী আমাদের মাঝ থেকে শারীরিকভাবে বিদায় নিয়েছেন। আমরা এই কর্মসূচি থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমানে দেশ এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ একে তো দিনরাত এক করে হাড়ভাঙ্গা পরিশ্রম করছে। এর বিনিময়ে যে টাকা তারা উপার্জন করছে, তা দিয়ে সংসারও চলছে না। চাল-ডাল-তেল সহ নিত্যপণ্যের দাম প্রতিদিন হুহু করে বাড়ছে। বাজার এখন গরীব-মধ্যবিত্ত মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। এই অবস্থার একটি বড় ভুক্তভোগী অংশ দেশের গার্মেন্ট সেক্টরে শ্রম দেয়া মানুষগুলো। আমরা গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা দাবি করেছি। আমরা দেখছি আন্দোলনের চাপে তারা মজুরি বোর্ড গঠন করতে বাধ্য হয়েছে। কিন্তু প্রকৃত শ্রমিক ছাড়া মালিকরা মিলে মজুরি বোর্ড গঠন করে আরও একটি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা তারা করছে। আমরা এই কাজের নিন্দা জানাই। আমরা ঈদের আগে সমস্ত কারখানাগুলোতে এপ্রিল মাসের বেতন এবং পূর্ণ ঈদ বোনাস দেয়ার দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close