সোনারগাঁও

সোনারগাঁয়ে উপজেলা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসন কর্তৃক উন্নয়ন বিষয়ক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন উন্নয়ন মূলক বিষয় নিয়ে এ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজওয়ান-উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা চন্দন শীল।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো.আবু নাঈম ইকবাল, ইঞ্জিনিয়ার আরজুরুল হক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হকসহ স্থানীয় এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close