সোনারগাঁও

সুকৌশলে আওয়ামী লীগে আঁতাত করে সোনারগাঁও গিলে খাচ্ছে বিএনপির ক্যাডার বাহিনী

সোনারগাঁওয়ের বি এন পি নাসকতা মামলাসহ একাধিক মামলার অভিযুক্ত আসামি হৃদয় প্রধান ওরফে হাইক্কা হৃদয় এখন ছোলম পাল্টিয়ে মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস কে সজিব ওরফে ছোট বদির ছত্রছায়ায় এসে সোনারগাঁওয়ে মাদক ছিনতাই, ডাকাতির একটি প্রতিষ্ঠিত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ করে আসছে। একটি রাজনৈতিক দল থেকে আরেকটি দলে নেতা-কর্মীরা যোগ দেন অস্তিত্ব রক্ষার জন্য। বিএনপি-জামায়াতের কর্মীরা যখন মনে করছেন আওয়ামী লীগে যোগ দিলেই ‘সাত খুন মাফ’ পাওয়া যাবে, আর যোগ না দিলে আজীবন চৌদ্দ শিকের ভেতরে থাকতে হবে, তখনই এই ছাত্রদল ক্যাডার হৃদয় প্রধান নাসকতা মামলা থেকে রেহাই পেতে আওয়ামী লীগে যোগদানকেই আত্মরক্ষার শ্রেষ্ঠ উপায় মনে করছেন। তাছাড়া তাদের স্বার্থ রক্ষার করার জন্য সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভাতিজা ষড়যন্ত্রের জাল বুনে বি এন পির নাসকতার মামলাসহ নানা ধরনের একাধিক মামলার অন্যতম প্রধান আসামী হৃদয় প্রধান রাতারাতি ছোলম পাল্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগে যোগদান করার চেষ্টা চালাচ্ছেন। কেননা অতীতের অপকর্ম থেকে রেহাই পাওয়া, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, আগামী নির্বাচনে জনগণ থেকে দলকে বিচ্ছিন্ন করার টার্গেট নিয়ে তাঁরা ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন । আবার কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস কে সজিব তার নিজেদের আলাদা বলয় সৃষ্টি করতে বিএনপি-জামায়াত থেকে আশা অনুপ্রবেশকারীদের দলে প্রশয় দিচ্ছেন। এদিকে সেই সূযোগ লাগাতে ভুল করেনি ছাত্রদল ক্যাডার হৃদয় প্রধান ওরফে হাইক্কা হৃদয় তাদের বি এন পির পরিবারের নীল নকসা ছক মোতাবেক এস কে সজিব ওরফে ছোট বদির ছত্রছায়ায় মাদক, ডাকাতি,ছিনতাই ও চাদাবাজি সহ জঘন্যতম সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগের সুনাম বিনষ্ট করছেন। বিশ্বস্ত সুত্রে জানা যায়, মোগরাপাড়া বাস স্ট্যান্ড, সিএন জি স্ট্যান্ড, ফুটপাতসহ সকল চাদাবাজি নিয়ন্ত্রণ করছেন মোগরাপাড়া ইউপি বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃতে তারই আপন ভাতিজা এবং দুলাল প্রধানের তিন ছেলে হাইক্কা হৃদয় প্রধান , থানার হিট লিস্টে থাকা ডাকাত গ্যাং লিডার সোহান প্রধান এবং কিশোর গ্যাং লিডার অনিক প্রধানের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনের সড়কে সরকারী জায়গা দখল করে শতাধিক দোকান ঘর তুলে ভাড়া আদায় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতি মাসে। এই এলাকায় কেউ নতুন কোনো স্থাপনা তৈরি এই ছোট বদির গ্রুপ কে চাদা দিতে হয়।তাদের অবৈধ দখলের কারনে ফুটপাত দিয়ে জনসাধারণ হাঁটতে পারে না। ফলে সড়কে বাড়ছে দূর্ঘটনা, বাড়ছে যানজট। এদিকে সকল অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। কিন্ত কেউ তাদের ভয়ে মূখ খুলতে পারে না। সাধারণ মানুষ প্রতিবাদ করতে রাতে আধারে ডাকাতের পুরো সংঘবদ্ধ দলে ঝাপিয়ে পরে সেই অসহায় মানুষের উপরে। ছাত্রদল ক্যাডার হিসেবে পরিচিত হৃদয় অতিতেও আ’লীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় দ্রুত বিচার আইনসহ সাতটি মামলা রয়েছে। মামলাগুলো হচ্ছে- ১/ এফআইআর নং- ৪৭, মামলা নং- ২৭(০৮), ২০১৬ইং দ্রুত বিচার আইন ২০০২সংশোধনী ২০০৯ইং। ২/ এফআইআর নং- ২৫ মামলা, নং- ২৫(০৬)২০১৬ইং। ৩/ এফআইআর নং- ৪০, মামলা নং- ২৭(১১)২০১৩ইং। ৪/ এফআইআর নং- ৩৯, মামলা নং- ২৭(১১)২০১৩ইং। ৫/ এফআইআর নং- ৮, মামলা নং- ৬(০৫)২০১৩ইং। ৬/ এফআইআর নং- ১২, মামলা নং- ৯(১২)২০১২ইং। মূলত মামলা থেকে রেহাই পেতেই ছোলম পাল্টে ছাত্রদলের রাজনীতি যোগদান করেন।স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন এই সন্ত্রাসী পরিবারের থাবা থেকে যেন সাধারণ পরিবার মুক্তি পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close