ধর্মসিলেট বিভাগ
৩২ ও ৩৫ নং ওয়ার্ডে জালালাবাদ ইমাম সমিতির আহবায়ক কমিটি
জাতীয় স্বার্থে ইমাম-মুয়াজ্জিনদের যথাযথ মূল্যায়ণ করতে হবে
—– মাওঃ ওলীউর রহমান
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় তিন লক্ষ মসজিদের ছয়-সাত লক্ষ ইমাম মুয়াজ্জিন মসজিদের দায়িত্বের পাশাপাশি সমাজের আরো গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু তাদেরকে সে অনুসারে মূল্যায়ণ করা হচ্ছেনা। গ্রামে গন্জে নিতান্ত অল্প বেতনে ইমাম মুয়াজ্জিনগণ সীমাহীন কষ্টে সংসার চালিয়ে যাচ্ছেন। এই বিশাল জনশক্তিকে জাতীয় স্বার্থে যথাযথভাবে মূল্যায়ণ করা প্রয়োজন। এর দ্বারা শুধু ইমাম মুয়াজ্জিনগণ উপকৃত হবেননা, উপকৃত হবে গোটা সমাজ।
সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ৩২ ও ৩৫ নং ওয়ার্ডে জালালাবাদ ইমাম সমিতির আহবায়ক কমিটি গঠন ও সিলেট সিটি কর্পোরেশনের সৌজন্যে প্রকাশিত সমিতির মাহে রামজানের ক্যালেন্ডার বিতরণ উপলক্ষে আয়োজিত গত ২৭ ও ২৮ মার্চ ২০২২ইং পৃথক দুটি সভায় প্রধান অতিথির বক্তব্যে সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট লেখক মাওলানা ওলীউর রহমান উপরুক্ত কথাগুলো বলেন।
২৭ মার্চ রবিবার বাদ এশা ৩২ নং ওয়ার্ডের ইসলামপুর কলোনী জামে মসজিদে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহির মিসবাহ, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা শেখ নুর আহমদ। সভায় মাওলানা নজরুল ইসলামকে আহবায়ক ও মাওলানা আব্দুল মতিনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৩২ নং ওয়ার্ড জালালাবাদ ইমাম সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা আব্দুর রশিদ শিকদার, মাওলানা আবুল হোসেন, মাওলানা সাহেদ আহমদ, মাওলানা মুফতী আবুল কালাম জাকারিয়া, হাফেজ মাওলানা আব্দুর রব, মাওলানা বিলাল আহমদ ও মাহমুদুর রহমান।
২৮ মার্চ সোমবার সকাল ১০টায় ৩৫নং ওয়ার্ডের জাহানপুর বায়তুল আযযা জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। মাওলানা সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান থানা শাখা সাধরণ সম্পাদক মাওলানা আবু তাহির মিসবাহ। সভায় মাওলানা সুলতান মাহমুদকে আহবায়ক ও মাওলানা সালমান রাশিদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট ৩৫ নং ওয়ার্ড জালালাবাদ ইমাম সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মাওলানা জয়নুল আবেদিন, সদস্য মাওলানা শামছুদ্দিন আহমদ শুমন, মাওলানা মকরুফ বিল্লাহ, মাওলানা জাহাঙ্গির আলম, মাওলানা মনসুর আহমদ, মাওলানা মুহিউদ্দিন মাহমুদ ও মাওলানা ইবরাহীম আলী।