নারায়ণগঞ্জ

কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: গতকাল সোমবার ১১ রমজান (০৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের ডি. আই. টি. এলাকার পুরাতন জিমখানায় অবস্থিত গাউছিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ব্যবস্থপনায় কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া কমিটির সভাপতি ও নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন- প্রখ্যাত আলেমে দ্বীন, ঢাকা মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাসিক ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেন, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা খালিদ হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জামাল হোসাইন, আলহাজ্ব ওসমান গনি, মনোয়ার হোসেন শোখন, ইমতিয়াজ আলম সহ মাদ্রাসা, খানকাহ কমিটি ও গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন- মাদরাসার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন ও সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ মাঈনুল হাসান ক্বাদেরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close