বন্দর
নারায়ণগঞ্জ সিটির ২৩ নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ
বন্দরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডে গরীব, অসহায় লোকদের জন্য বরাদ্দকৃত (টিসিবি)’ পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
২৩ নং ওর্য়াড কাউন্সিলর আবুল কাউসার আশার অবর্তমানে তার নিকটতম লোক সুমন মিয়া টিসিবির পণ্য বিক্রিতে স্বজনপ্রীতি ও অনিয়মের প্রতিবাদ করায় চরম নির্যাতনের খড়গ পোহাতে হয়েছে সেলিম মিয়া নামের এক যুবককে। বন্দরের বাগবাড়ি এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. সেলিম মিয়া এ বিষয়ে রোববার (২ এপ্রিল) সন্ধ্যায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সূত্র মতে, বন্দরের নাসিক ২৩নং ওর্য়াডে টিসিবি পণ্য বিক্রির দায়িত্ব বড়বাড়ি এলাকার মৃত কামরুজ্জামানের ছেলে মো. সুমন মিয়া। কাউন্সিলর আবুল কাউসার আশার সম্পর্কে চাচা সুমনের বিরুদ্ধে পণ্য বিক্রির অনিয়ম, স্বজনপ্রীতির প্রতিবাদ করায় সুমনসহ তার লাঠিয়াল বাহিনী অনেকটা চওড়া হয়ে পড়ে।
সুমনসহ তার বাহিনী সন্ত্রাসী স্টাইলে প্রতিবাদী যুবক সেলিম মিয়াকে মারধর পূর্বক নগদ ১০ হাজার টাকা, হাতের মোবাইল সেট নিয়ে যায় এমনকি তাকে রক্তাক্ত জখমসহ প্রান নাশের হুমকি দেয় বলে অভিযোগে প্রকাশ করে। রোববার কবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।