নারায়ণগঞ্জ

না’গঞ্জে শো-রুম গুলোতে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সদরে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পণ্যের দাম মনিটরিং এবং পণ্যের ব্র্যান্ড সঠিক কি-না, তা কিউ. আর. স্ক্যানের মাধ্যমে যাচাই করতে শহরের বিভিন্ন মার্কেটের শো-রুম গুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টা হতে দুপুর ১:১৫ মিনিট পর্যন্ত দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেলিমুজ্জামান জানান- বিভিন্ন ব্র্যান্ডের পেন্টের সাথে বারকড এর মিল না থাকার কারণে ভোক্তা অধিকার আইনের ৩৪ ধারায় নগরীর চাষাঢ়াস্থ ‘পৃথিবী’ নামক এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শহরের ২নং রেলগেইট এলাকায় আড়ং শো-রুমে গোল্ডের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রথম বারের মতো সতর্ক করা হয়। এবং ‘সেইলর’ নামে প্রতিষ্ঠান ও উকিলপাড়ায় ‘টপটেন’ প্রতিষ্ঠান মনিটরিং করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close