সিদ্ধিরগঞ্জ

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী লায়ন ইউসুফ আলী মাসুদ

সংবাদ বিজ্ঞপ্তি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সমিতির মানবকল্যাণ বিষয়ক সম্পাদক, লায়ন ক্লাব অফ ইউথ চেম্বারের প্রেসিডেন্ট ও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদ তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে এই দেশ স্বাধীন হতো না ,আমরা পেতাম না একটি দেশ একটি মানচিত্র ও একটি লাল সবুজের পতাকা।২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। স্বাধীন বাংলার অবরুদ্ধ রাজধানী ঢাকা ছাড়া সমগ্র বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতা যুদ্ধের সূচনা দিনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।এ উন্নয়ন অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করার লক্ষে আমাদের সকলকে কাধেঁ কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে। জাতীয় জীবনে সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি বৃহৎ প্রকল্প পদ্মা সেতু, মেট্রোরেলসহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে আজ বাংলাদেশ মহাকাশেও নিজের উপস্থিতি জানান দিয়েছে। জাতি ২০৪১ সালে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close