সিলেট বিভাগ

কমলগঞ্জে দুদিনব্যাপী বসন্ত মেলা সম্পন্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে
বাঙ্গালীর কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্য লালনের লক্ষ্যে দুই দিন ব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ মার্চ) পতনঊষারে শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শহীদ নগর বাজারে এ মেলা অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে মেলা উপলক্ষে মাইজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমদ।

সাকিব হোসেন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, নয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শামসুর রহমান, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close