নারায়ণগঞ্জ

শেষ হলো ফটোসেন্সের প্রদর্শনী, শেষ দিনে উপস্থিত মেয়র আইভী

শেষ হলো ‘ফটোসেন্সের’ তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। শেষ দিনের প্রধান আকর্ষন ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.  সেলিনা হায়াৎ আইভী। সন্ধ্যা সাড়ে ৬টায়  হঠাৎ গ্যালারীতে এসে উপস্থিত হোন তিনি।  এসময়ে ফটোসেন্সের প্রতিষ্ঠাতা সৌরভ ভুঁইয়া ও সদস্যদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন এবং কেক কাটেন।

এসময় মেয়র আইভী বলেন, প্রতিটি ছবিতেই আলাদা বিশেষত্ব রয়েছে। আমি চাই এ ধরণের প্রদর্শনী আরো বেশি বেশি হোক। নারায়ণগঞ্জের ঐতিহ্য ফুটে উঠুক। তরুণরা এরকম সৃজনশীল কাজে যুক্ত হোক। ফটোসেন্সের পাশে আমি আছি। যেকোনো সহযোগিতায় আমি সবসময় পাশে থাকবো।

প্রদর্শনীর শেষদিন উপস্থিত ছিলেন- সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সভাপতি দিনা তাজরিন, শিল্পী অমল আকাশ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সুমনা আক্তার, শিল্পী খন্দকার নাসির আহমেদ, অনুষ্ঠানে গান পরিবেশন করেন গানের দল নিষিদ্ধ। আয়োজনে ৩৬জন মোবাইল ফটোগ্রাফারের ৫৮টি ছবি প্রদর্শিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close