নারায়ণগঞ্জ

কুটির শিল্পের GIS ভিত্তিক অনলাইন ডাটাবেজ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দেশের সকল শিল্প প্রতিষ্ঠানের একটি অনলাইন ডাটাবেজ তৈরি করছে। এরই অংশ হিসেবে অদ্য ০৯ মার্চ ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের GIS ভিত্তিক অন লাইন ডাটাবেজ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা শিল্পগুলোকে একটি অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্তির প্রক্রিয়া, ডাটাবেজটি কিভাবে স্থানীয় নতুন শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রশাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, চাকুরী প্রার্থী ও সাধারণ জনগণের উপকারে আসবে তা এ সভায় তুলে ধরা হয়। ইতোপূর্বে দেশে শিল্পের একক কোন ডাটাবেজ না থাকায় এলাকার শিল্পাবস্থার বাস্তব চিত্র যেমন পাওয়া যায় না তেমনি শিল্প স্থাপনে আগ্রহী উদ্যোক্তারা বিভিন্ন স্থান/দপ্তর হতে শিল্পের তথ্য সংগ্রহে নানা বিড়াম্বনার কারণে অন্যান্য জেলার ন্যায় এ জেলায়ও নতুন শিল্প উদ্যোগ তেমনভাবে গতি পাচ্ছে না। এ অবস্থা নিরসনে বিসিক এটুআই প্রোগ্রামের সহায়তায় দেশের সমস্ত শিল্প প্রতিষ্ঠান ও কারুশিল্পগুলোকে একটি অনলাইন ডাটাবেজে অন্তর্ভূক্তির কার্যক্রম শুরু করেছে। বিসিক দেশের অন্যান্য জেলার ন্যায় এ জেলায়ও ডেটাবেজ তৈরির কার্যক্রম বাস্তবায়ন করছে। ওয়ার্কশপে ডাটাবেজে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার সমস্ত শিল্পগুলো অন্তর্ভুক্ত হবে এবং ডাটাবেজটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সভায় বিসিক নারায়ণগঞ্জ এর জেলা প্রধান জনাব মুহাম্মদ আশিকুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক, জেলার সকল শিল্পোদ্যোক্তা ও কারুশিল্পীদের তাদের শিল্প প্রতিষ্ঠান স্থানীয় ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডাটাবেজে অন্তর্ভুক্ত করে নিজে লাভবান হওয়া ও জেলার শিল্পায়নে সহায়তার আহবান জানান। তিনি উল্লেখ করেন এ ডাটাবেজে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে সেগুলোও ব্যাপকভাবে উপকৃত হবে। যেমন সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুপারিশ, বিনামূল্যে অনলাইনে শিল্প প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার, অনলাইনে পণ্য বিক্রয়, দেশে ও বিদেশে আয়োজিত মেলায় অংশগ্রহণের সুযোগ, সহজ শর্তে ও সুবিধায় বিদেশ হতে যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির সুবিধা, শিল্প প্লট প্রাপ্তির অগ্রাধিকার সহ বিসিক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধাদি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়া শিল্পগুলো পাবে। তেমনি এ ডাটাবেজটি হতে শিল্পের কাঁচামাল উৎপাদনকারী সাধারণ কৃষক, চাকুরী প্রার্থী বেকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণও বিভিন্নভাবে উপকৃত হবেন। তাই ডাটাবেজটি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিপিএএ, উপপরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, উপ মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এবং বিসিক কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close