নারায়ণগঞ্জরাজনীতি

জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজাবো: মামুন মাহমুদ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সিদ্ধিরগঞ্জে নয়াআটি এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয়।

এছাড়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়ন গুলোতে সারাদিন ব্যাপি দোয়া ও খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়।

দোয়া কর্মসূচিতে জেলা বিএনপি’র ১নং যুগ্ম সম্পাদক মামুন মাহমুদ বলেন, স্বাধীন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ও জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব প্রাপ্ত শহিদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানাই। আজ থেকে ৪২ বছর আগে এই স্বাধীন বাংলাদেশকে পরাধীন করার জন্য, উপনিবেশ পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতাকে ষড়যন্ত্র করে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিলো। আমরা এই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করছি। ৪২ বছরও মনে হচ্ছে তিনি আমাদের পাশে আছে প্রেরনা দেয়ার জন্য, শক্তি যোগানোর জন্য। আমরা তাকে কখনো ভুলি নাই। যতদিন মানুষ গণতন্ত্রের কথা বলবে, যতদিন উন্নয়নের কথা বলবে ততদিন মানুষের রন্ধে রন্ধে প্রবাহিত হবে। আজকে এই দিনে জিয়াউর রহমানকে সামনে রেখে মানুষের অধিকার আদায়ে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য ও জালেম শেখ হাসিনাকে পতন করার জন্য আমরা আমাদের আন্দোলন জারি রাখছি।

তিনি আরও বলেন, মানুষ এখন শপথ গ্রহন করছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার, ভোটের অধিকার পূনপ্রতিষ্ঠা করার, গণতন্ত্র প্রতিষ্ঠা করার। যারা বাংলাদেশের রাতের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের উদ্দ্যেশে বলতে চাই, আপনাদের দিন হয়ে এসেছে, বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছে, মানুষ তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে আমাদের আন্দোলনে পাশে থাকবেন। এই ১৫ বছর আপনারা (আ.লীগ) যে যুলুম করেছেন, মানুষের অধিকার ক্ষুন্ন করেছেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, ব্যবসা বাণিজ্যর অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, ইনশাআল্লাহ এই জুলুমের অবসান হতে চলেছে। আজকে মানুষ রুখে দাড়িয়েছে, মানুষ আজ আমাদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আমাদের নেতা তারেক রহমান যেদিন ডাক দিবে, সেদিন আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজাবো, একটি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে রক্ষা করবো। হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, আর এই যুদ্ধে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।

মামুন মাহমুদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে নারায়ণগঞ্জে যেভাবে শাওন, অনিক শহীদ হয়েছে, শত শত নেতাকর্মী জেল খেটেছে, হাজার হাজার নেতাকর্মী কারাভোগ করছে। তবুও আমরা পিছিয়ে যাইনি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা রনাঙ্গনেই যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আমাদের নেয়া বাংলাদেশকে রক্ষা করার জন্য রনাঙ্গনেই যুদ্ধ করেছেন। আমাদের অপারপর মুক্তিযুদ্ধ পরিচালনাকারী দল হিসেবে যারা দাবী করে যে, তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। তাদের আমরা কোন রণাঙ্গনে দেখি নাই, তাদের মধ্যে কোন মুক্তিযুদ্ধা পাওয়া যায় না। আমাদের নেতা বীর উত্তম খেতাবপ্রাপ্ত। কাজেই বুঝতে হবে কারা মুক্তিযুদ্ধ করেছে, কাদের দেশপ্রেম রয়েছে, কাদের দেশপ্রেমের কারণে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিলো। এই দেশ যখন স্বাধীন হয়েছিলো তাদের (আ.লীগের) মধ্যে লুটপাটের রাজনীতি আমরা দেখেছি। স্বাধীন হওয়ার পরে তারা সাড়ে ৩ বছরে একটি দুর্ভিক্ষ তৈরী করেছিলো। তারা ব্যাংকের টাকা লুটপাট করেছে, জনগণের টাকা লুট করে তাদের পকেটে ঢুকিয়েছে ও বিদেশে পাচার করেছে। তারা আবারও দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছে, আবারও দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা দ্রব্যমূল্য আকাশচুম্বী, কথায় কথায় গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়া। আমরা এটা হতে দিতে পারি না। তাই অচিরেই এই জালেম সরকারের পতন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close