সোনারগাঁও
বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, সাংবাদিক ও ডাক্তার সহ আহত ৬
বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে চুরির ঘটনা পরিবারকে জানানোর জের ধরে ইলেক্ট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীদের অস্ত্রের আঘাতে এক সাংবাদিক ও দুই নারী সহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানের মালিক সোহাগ বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২০ ফেব্রুয়ারি রাতে ধামগড় ইউপির চিড়ইপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটিয়েছে।
গ্রামবাসী জানান, চিড়ইপাড়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে নুর মোহাম্মদ সুজন, সোহেল তারা দুই ভাই নিজ বাড়ির সামনে ইলেকট্রনিকস দোকান থেকে গত ১৮ ফেব্রুয়ারি একই এলাকার মুদি ও ভাঙ্গারি দোকানদার বারেক মিয়ার শিশু ছেলে একটি ফুটবল চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি সিসিটিভিতে ধারণকৃত ভিডিও গত ২০ ফেব্রুয়ারি রাতে
পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে উঠেন বারেক ও তার পরিবারের লোকজন। এসময় বারেক মিয়ার চাচাতো ভাই মোহাম্মদ আলীর নেতৃত্বে ১০/১৫ জনের সন্ত্রাসী একটি দল লাঠিসোটা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ইলেকট্রনিক দোকানে হামলা চালায়। এসময় দোকানের মালিক সাংবাদিক নুর মোহাম্মদ সুজন ও তার ভাই ডাক্তার সোহেল বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের দারালো অস্ত্রের আঘাতে ডাক্তার সোহেলের মাথায় জখম সহ কমপক্ষে ৬জন আহত হয়েছেন।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, সাংবাদিক ও ডাক্তার পরিবারের ওপর হামলার ঘটনায় ৯জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনাটি সিসিটিভি ধারণকৃত ভিডিওতে প্রমান মিলেছে। মামলার প্রস্তুতি চলছে।