অপরাধসিলেট বিভাগ

শ্রীমঙ্গলে চোরাই মালামাল সহ দুর্ধর্ষ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

শেখ মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র রিপোর্টার::

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে চোরাই মালামাল উদ্ধার সহ চোর চক্রের চার সদস্য গ্রেফতার।

পুলিশ সূত্রে জানানো হয়েছে গত ০৯/০২/২০২৩খ্রি. তারিখ রাত ১.১৫ ঘটিকা থেকে সকাল ০৮.১০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা সংঘবদ্ধ হয়ে চোর চক্রের সদস্যরা শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান রোডস্থ মুহাম্মদ উমর ফারুক এর মালিকানাধীন আল্লাহর দান ভেরাইটিজ ষ্টোর দোকানে এবং মোঃ আসলাম এর মালিকানাধীন আসলাম ভেরাইটিজ ষ্টোর দোকানে চুরির হয়। ঘটনার পর থেকেই মামলার তদন্তকারী অফিসার এসআই সজীব চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত সন্ধিগ্ধ হিসেবে আসামী ১। জাকারিয়া আহমেদ স্বাধীন (২৩), পিতা-মজিবুর রহমান, গ্রাম -খাঁসগাও (সিন্দুরখান রোড), থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে সে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগী অপরাপর আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামী জাকারিয়া আহমেদ স্বাধীন এর দেওয়া তথ্য মতে তার থাকার রুম থেকে চোরাই হওয়া DERBY সিগারেট-০৪ প্যাকেট, BANSON সিগারেট-০২ প্যাকেট, CAPSTAN সিগারেট-০১ প্যাকেট, PILOT সিগারেট-০৬ প্যাকেট, ROYALS সিগারেট-০২ প্যাকেট, STAR সিগারেট-০৩ প্যাকেট, JOHN PLAYER সিগারেট-০২ প্যাকেট, টুথপেষ্ট-০২টি, লাক্স সাবান-০২টি, ডাভ সাবান-০২টি, ফেয়ার এন্ড লাভলী ক্রিম ০৩টি, ০১টি সাউন্ডবক্স (স্পিকার) এবং নগদ ৩৭,১৫০/-(সাতত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা করেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তার সহযোগী আসামী ২। আঃ রাশেদ (২২), পিতা-রহিম মিয়া, গ্রাম-শাপলা বাগ (সিন্দুরখান রোড), ৩। মোঃ রনি (২০), পিতা-আঃ রহমান, গ্রাম-গাজীপুর, ৪। মোঃ রমজান (২৫), পিতা-মৃত বাবুল মিয়া, গ্রাম-সিন্দুরখান রোড (ব্রিজ সংলগ্ন) গ্রেফতার করা হয়। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close