নারায়ণগঞ্জ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মাহমুদুল হাসান শুভ

প্রেস বিজ্ঞপ্তিঃ-

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় কয়েকটি পত্রিকায় “বন্দরে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদের পুত্র শুভ’র হামলায় আওয়ামী লীগ নেতা আহত” এই শিরোনামে গতকাল ০৯ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেনের সু্যোগ্য পুত্র বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মাহমুদুল হাসান শুভ।

প্রেরিত এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় কয়েকটি পত্রিকায়
“বন্দরে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদের পুত্র শুভ’র হামলায় আওয়ামী লীগ নেতা আহত” এ শিরোনামে নিউজটি পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ সংবাদটিতে বলা হয়েছে, যে আমার সাথে মুছাপুর ইউনিয়নের পিছ কামতাল এলাকার মৃত তমিজ উদ্দিন মিয়ার ছেলে হাবিবুর রহমান সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছে ও আমার নেতৃত্বে গত সোমবার ৬ ফেব্রুয়ারী বেলা ১১টায় তাকে মারধর করা হয়েছে, অথচ বাস্তবিক অর্থে আমার কিংবা আমার পরিবারের তার সাথে জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই এবং এরকম কোনো ঘটনাই ঘটেনি তাই প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমার ও আমার পরিবার কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ এবং প্রচার করেছে। আমি এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাবো আপনারা সরেজমিনে সঠিক তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close