সাহিত্যসিলেট বিভাগ
কমলগঞ্জে ধ্রুপদী নৃত্যালয়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে ধ্রুপদী নৃত্যালয়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা পরিষদ কেজি স্কুলের হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
ধ্রুপদী নৃত্যালয়ের সভাপতি প্রভাষক রাবেয়া খাতুনের সভাপতিত্বে ও প্রভাষক হামিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন ধ্রুপদী নৃত্যালয়ের পরিচালক মনিরাজ সিংহ। অনুষ্ঠানে বিভিন্ন রকমের নৃত্য পরিবেশন করেন ধ্রুপদী নৃত্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট প্রদান করেন নৃত্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধ্রুপদী নৃত্যালয়ের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় চমৎকার কিছু নৃত্য পরিবেশনা দেখতে পেলাম। নাচটা আমরা বরাবরই খুব ভালবাসি।