সিলেট বিভাগ

কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আর্থিক সহায়তা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কাজে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সংগঠন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত আর্থিক অনুদান প্রদান করেছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রুজেল তরফদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আলী নগদ অর্থ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close