জাতীয়

‘আমরা ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি মানুষের সেবা করার জন্য’-মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। দেশ আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে বড় কথা। কে ক্ষমতায় যাবে? কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে? কারা সরকার চালাবে? সেটা আমি বড় মনে করি না। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ভগীরথপুরে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মঈন খান আরও বলেন, আগামীতে একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিক তাতে আমাদের কিছু বলার নাই। কিন্তু, সত্যিকার জনপ্রতিনিধিরা মানুষ যাকে পছন্দ করে তারা এই সরকার পরিচালনার দায়িত্বে আসুক অবিলম্বে এবং তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক। আজকে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন, পলাশ থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, সাবেক সভাপতি আব্দুল বাতেনসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় ১১০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close