জাতীয়সিলেট বিভাগ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো অমর

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা:
অমর শর্মা (২৮) নামে এক যুবক মৌলভীবাজারের কমলগঞ্জে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামে তার বাড়ি।

শুক্রবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে মাধবপুর উপজেলার বাজার থেকে ধলাই চা বাগান যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অমর’র সাথে থাকা অপর আরোহী শিবলাল ভর গুরুত্বর আহত হয়েছেন। নিহত অমর ধলাই চা বাগান কারখানার কর্মচারী প্রয়াত বজ্রমোহন শর্মার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর বাজার থেকে কাজ শেষে ধলাই চা বাগানে ফেরার পথে পাত্রখোলা চা বাগানের গোলঘর সংলগ্ন ধলাই চা বাগানের ১নং সেকশন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী অমর শর্মা (২৮) ও সাথে থাকা শিবলাল ভর (২৬) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মৌলভীবাজার প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অমর শর্মা মারা যায়।

অপর দিকে একই বাগানের বড়লাইন এলাকার চা শ্রমিক শ্যামনারাণ ভর’র ছেলে শিবলাল ভরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট প্রেরণ করেন। বর্তমানে সে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, বর্তমানে নিহত ব্যক্তির মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close