ঢাকা বিভাগধর্মলেখা-পড়াসারাদেশ

তাড়াইলে দারুল কুরআন মাদরাসা’র ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি : কিশোরগঞ্জের তাড়াইলে দারুল কুরআন মাদরাসা’র শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেfমবার (২৬ডিসেম্ভর) সকাল ১০ টায় উপজেলা সদরের উত্তরায় অবস্থিত মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূইঁয়া (শাহীন)।

দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা ফয়জুদ্দীন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য একেএস জামান সম্রাট, দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছাদেকুর রহমান। মাদরাসার সহকারী পরিচালক সাংবাদিক এনায়েতুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদেরব ইমাম ও খতিব হাফেয মাওলানা ফরিদ উদ্দিন, তাড়াইল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী মোশাহিদুর রহমান, আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের যুগ্ম মহাসচিব সামির হোসেন সাকী, তাড়াইল বাজারের ব্যবসায়ী নেতা হাজী ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান সারোয়ার আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মো. নূরুল আলম, তাড়াইল বাজারের ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান ভূঞা প্রমুখ।

এর আগে মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী মোমেন খানম মীমের উপস্থাপনায় ঘন্টাব্যাপী শিক্ষা প্রদর্শনীতে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত, বিভিন্ন শিক্ষামূলক প্রচার প্রচারণা আগত অতিথিদের মুগ্ধ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close