অপরাধআড়াইহাজারনারায়ণগঞ্জ

আড়াইহাজারে চোলাই মদসহ ২ শীর্ষ মাদক বিক্রেতা গ্রেপ্তার

আড়াইহাজারে ৩০ কেজি চোলাই মদসহ ২ শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- গোপালদী মেথরপট্টির মৃত মতি লালের ছেলে চন্দন বাসফোর (৩৮) ও তার ভাই নিরাঞ্জন বাসফোর (৩৫)। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপালদী বাজার মেথর পট্রি থেকে তাদের গ্রেপ্তার করে।

অভিযোগ রয়েছে, গোপালদী বাজারের মেথর পট্টিতে দীর্ঘ দিন ধরে মাদক ও নারীর জমজমাট আসর বসছে। একটি পট্টিতেই ৫ জন মাদক বিক্রি করছে। এরআগেও এরা গ্রেপ্তার হয়েছিল। ছাড়া পেয়ে আবারও তারা মাদক বিক্রি করছে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান জানান, গোপালদী বাজারের মেথর পট্টিতে  দীর্ঘদিন ধরে চন্দন বাসফোর ও নিরাঞ্জন বাসফোরসহ বেশ কয়েকজন চোলাই মদসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে।

সোমবার ভোরে তাদের মাদক বিক্রির সময় হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে একটি ড্রামে ভর্তি ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ উদ্ধারের ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close