নারায়ণগঞ্জরাজনীতি

জেলা বিএনপির গণমিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণমিছিলকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।

এসময়ে গণমিছিলে মহানগর যুবদলের নেতাকর্মীরা মাথায় যুবদল লেখা লাল রঙের ক্যাপ এবং হাতে হাতে দলীয় পতাকা ও রং বেরঙের ব্যানার কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি চাই লেখা ফেস্টুন নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন। যুবদলের নেতাকর্মীদের শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর আশপাশ।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল আড়াইটায় মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে সরকারের পদত্যাগসহ ১০দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে দেশব্যাপী  কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির যৌথভাবে গণমিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন, এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ লিটন, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ অপু, আবুল হোসেন রিপন, সাবেক সহ- সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, যুুুুবদল নেতা সাইফুল ইসলাম আপন, ফয়েজ উল্লাহ সজল, সাজ্জাদ হোসেন কমল, কায়সার আহমেদ, মো. নুরুজ্জামান, কামরুল হাসান রনি, হাবিবুর রহমান মাসুদ, এ এইচ সৌরভ,  নবী হোসেন নবু, মিনহাজ মিঠু, শাহীন শরিফ, জুনায়েদ মোল্লা, নিক্সন, আঃ হাকিম, ইব্রাহীম, শাহজালাল কালু, ওসমান গনি, ইব্রাহিম, সিফাতুর রহমান রাজু, মিজাম, জামাল প্রধান, মোক্তার হোসেন, শাহীন শরিফ, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, রাজু, ইব্রাহীম মোল্লা, শফিকুল ইসলাম, মানিক বেপারী, বিল্লাল হোসেন, ফরহাদ ইসলাম রছি, স্বপন, মিন্টু, লিটন, মিনহাজুল ইসলাম জনি, জহিরুল ইসলাম, তারেক সোবহান বাবু, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, মো. জামান, শামীম, জেকি, হাবিব, হারুন অর রশিদ, রেজাউল করিম রেজা, মোতালেব হোসেন, কামাল হোসেন, মো. শাহিন, বলাই মন্ডল, জহিরুল ইসলাম-২ প্রমূখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close