নারায়ণগঞ্জরাজনীতি

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সপ্তম সম্মেলনের উদ্বোধন

১) শিক্ষাব্যয় কমাও। সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে ঐক্যবদ্ধ হোন।
২) গণ-পরিবহনের সংকট নিরসন করে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফপাশ নিশ্চিত কর।

এই দুই দাবিকে সামনে রেখে জেলা সভাপতি ইলিয়াস জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানা মুনার সঞ্চালনায় আজ ২২ ডিসেম্বর সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সপ্তম সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মশিউর রহমান খান রিচার্ড।

সভাপতির বক্তব্যে ইলিয়াস জামান বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার, মৌলিক অধিকার ও স্বাধীনতা কেড়ে নিয়ে ছাত্র, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণীকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা সবাই নিপীড়িত, বঞ্চিত। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে ছাত্রের দুরাবস্থার কাটকে না, শ্রমিকের প্রাপ্য মজুরি মিলবে না, মানুষ ভোটাধিকার ফিরে পাবে না। বাংলাদেশের এই মহাসংকটকালে ছাত্ররাই নতুন সাহস ও পরিবর্তনের অন্যতম সহযোগী শক্তি হতে পারে। আমরা দেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক ছাত্র শক্তিদের নিয়ে গণতন্ত্রের জন্য বৃহত্তর লড়াই গড়ে তুলতে চাই।

সম্মেলনের উদ্বোধক, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সংগ্রামী ছাত্রনেতা মশিউর রহমান খান রিচার্ড বলেন, বাংলাদেশ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা আমরা প্রতিদিন হারে হারে টের পাচ্ছি। শীতলক্ষ্যায় বেসে উঠছে বুয়েট ছাত্র ফারদিনের লাশ, তার হত্যাকারী সন্দেহে র্যাব আরেকজনকে ক্রসফায়ারে দিচ্ছে আর তারপর ১ মাস পরে তারা বলছেন ফারদিন নাকি আত্মহত্যা করেছেন। এই রকম তামাশা তারা করছেন। বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসগুলোতে কি ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে তা আবরারের হত্যাকান্ডের মধ্যে দিয়েই আমরা দেখেছি। হলে হলে শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে, তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করা হচ্ছে।
ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নেই। পড়াশোনা শেষে যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আর সরকার উন্নয়নের বুলি উড়াচ্ছেন। দেশকে তারা লন্ডল, লস অ্যাঞ্জলসের সাথে তুলনা করছেন। এসমস্ত ফাকা বুলি ছুড়ে তারা জ্বোর করে মানুষের ভোটাধিকার হরণ করেছে। লক্ষ লক্ষ ছাত্রসহ সকল নাগরিকের ভোটাধিকার হরণ করেছে। এর বিরুদ্ধে আমরা ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানাই।

দুইদিনব্যাপী সম্মেলনে গতকাল উদ্বোধনী সমাবেশ ও কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে প্রথমদিনের কর্মসূচি শেষ হয়। আজ সম্মেলনের ২য় দিনে আলোচনাসভা, কমিটি পরিচিতি ও সাংস্কৃতিক পতিবেশনার আয়োজন থাকছে।

দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের প্রধান নেতা জননেতা জোনায়েদ সাকি।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক জনাব রফিউর রাব্বি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষক, অধ্যাপক শ্যামলী শীল। আরো উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক জননেতা তরিকুল সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈকত আরিফ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়ক পপি রানী সরকার, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তাকবীর হোসেন।

এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনায় থাকবেন গানের দল ‘লীলা’, ‘সমগীত’ এবং নাট্যদল ‘এই বাংলায়’।
সম্মেলনে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিতি কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close