নারায়ণগঞ্জবন্দর
বন্দরে নিজ শরীরে আগুন লাগিয়ে যুবকের আত্মহত্যা
বন্দরে পারিবারিক কলহের জের ধরে তুহিন (৩২) নামে ২ সন্তানের জনক নিজ শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবক।
এর আগে গত ১৫ ডিসেম্বর বন্দর থানার কদম রসুল ভূঁইয়া এলাকার বাড়িতে এ ঘটনাট ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরের কদম রসুল এলাকার রশিদ ভূইয়ার জামাতা তুহিন শ্বশুড় বাড়িতে বসবাস করতেন। ৫দিন পূর্বে শ্বশুড় বাড়িতে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তুহিন নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে জলসে যায়। শাহবাগ থানা পুলিশ লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে। কিন্তু এ বিষয়ে কেউ বন্দর থানায় কোন অভিযোগ বা মামলা করেনি।
গতকাল মঙ্গলবার নিহতের লাশ নবীগঞ্জ বাগ এ জান্নাত কবরস্থানে দাফন করা হয়। তবে নিহতের স্ত্রী সাদিয়া এ বিষয়ে কোন মুখ খুলছেনা। এমনকি নিহতর পরিবারের পক্ষ থেকে কেহ মামলা বা পুলিশকে অবগত করেনি বলে এলাকাবাসী সূত্রে এ কথা জানা গেছে।