নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে একরাতে দুই দোকানে চুরি

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (১৯ ডিসেম্বর) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে (ডাচ-বাংলা ব্যাংক শিমরাইল শাখার পশ্চিম পাশে) অবস্থিত টায়ারের দোকান ও একটি প্রাইভেটকার মোটর পার্টসের দোকানে এসব চুরির ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে ও দোকান মালিক মো. শওকত হোসেন জানান, গত ২ মাস আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয় রাস্তার কাজে এসব ভূমি অধিগ্রহণ করা হবে৷ তাই জমির দোকান মালিকদের সাথে নতুন করে চুক্তি না করার জন্য বলা হয়। এবং আমার দোকানের নাম তালিকাসহ একটি নোটিশ লাগিয়ে দেন। 
জমির মালিক এম এ রহিমের সাথে নতুন চুক্তি না করায় জমির মালিক তার লোকজন দিয়ে আমার দোকান তালা লাগিয়ে দেয়৷ গতকাল  (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত নামা ব্যাক্তি আমার বন্ধ থাকা দোকানের সাটারের তালা ভেঙে টায়ার, রিং, ও অন্যান্য মালামাল নিয়ে যায়। আমি  ঘটনার দিন মুন্সীগঞ্জ ছিলাম। 

 

সকালে এসে জানতে পারি অজ্ঞাত ব্যক্তিরা রাতে বন্ধ দোকানের সাটারের তালা ভেঙে টায়ার,রিং ও মূল্যবান মালামাল নিয়ে গেছে৷ আশপাশে দোকানদাররা জানান সাটারে ভাঙ্গার দাগ নেই  তালাও পাওয়া যায় নাই হয়তো চাবির সাহায্যে তালা খোলা হয়েছে৷

এ ব্যপারে জমির মালিক এম এ রহিম তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close