দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসম্বের ) সকালে ৩১ বার তোপধ্বনীর বিজয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠিানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো শহীদ মজনু পার্কে বিজয় স্তম্বে ফুল পুস্কক র্অপণ করনে পরে বাংলাদশে লোক কারুশল্পি ফাউন্ডশেন চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে ভার্স্কযে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়
একাত্তরের শহীদরে প্রতি শ্রদ্ধা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনরে সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসনে খোকা, নারায়ণগঞ্জ-৩ আসনরে সাবকে সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজলো নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁও উপজলো পরষিদরে চেয়ারম্যান ও সোনারগাঁ উপজলো আওয়ামীলীগরে সভাপতি এডভোকটে বীরমুক্তযিোদ্ধো শামসুল ইসলাম ভূঁইয়া , সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম, সোনারগাঁও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকটে সামসুল ইসলাম ভূইয়া, উপজলো আওয়ামীলীগরে সহসভাপতি ও পিরোজপুর ইউনয়িন পরষিদরে চেয়ারম্যান ইন্জনিযি়ার মাকসুদর রহমান মাসুম,সোনারগাঁ উপজলো পরষিদরে মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ উপজলোর যুবলীগরে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার,সনমান্দী ইউনয়িন পরষিদরে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।