নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁও মুক্ত দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা
১৩ ডিসেম্বর ২০২২ সোনারগাঁও মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি বাহিনীর আক্রমণে পাক হানাদাররা সোনারগাঁও ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর থেকেই মুক্তিযোদ্ধারা ১৩ই ডিসেম্বরকে সোনারগাঁও মুক্ত দিবস হিসেবে ঘোষণা করে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমান্ড ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা,উপজেলা সন্তান কমান্ডের বিল্লাল হোসেন,মাহফুজুর রহমান,আলেয়া আক্তার,জাহানারা আক্তার,জোৎস্না বেগম,সুমনা আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সকলের উপস্থিততে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি বলেন,১৩ই ডিসেম্বর আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহু আক্রমণে সোনারগাঁও হানাদার মুক্ত হয়।বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সোনারগাঁওয়ের মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।