আড়াইহাজারনারায়ণগঞ্জরাজনীতি

আড়াইহাজারে নাশকতার মামলায় জিয়া মঞ্চের আহবায়ক গ্রেপ্তার

আড়াইহাজারে নাশকতার মামলায় সদর পৌর সভার জিয়া মঞ্চ এর আহবায়ক আরাফাত সিদ্দিকী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর ২০২২) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আরাফাত সিদ্দিকী সদর পৌর সভার শিবপুর গ্রামের আব্বু সিদ্দিকীর ছেলে এবং কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের অনুসারী।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আজিজুল হক হাওলাদার জানান, গত রবিবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে আড়াইহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশ আটকানোর চেষ্টা করাতে পুলিশের দুই জনকে আহত করেন। সেই মামলায় আরাফাতকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের ঘটনায় তিব্র নিন্দা জানান মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। তিনি অবিলম্বে জিয়া মঞ্চ’র আহবায়ক আরাফাত সিদ্দিকের মুক্তি দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close