জাতীয়ঢাকাঢাকা বিভাগনারায়ণগঞ্জরাজনীতি

বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিনের বাসার সামনে ডিবি

১০ ডিসেম্বর বিএনপির ডাকা সমাবেশ নিয়ে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের বিরুদ্ধে ককটেল ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জের ৭টি থানায় গত ১৫ দিনে বিএনপির ৯৪৩ জনের বিরুদ্ধে মোট ১০ টি মামলা হয়েছে। এতে জেলার নেতাকর্মীরা গ্রেপ্তার থেকে মুক্তি পেতে আত্মগোপনে রয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের সিদ্ধিরগঞ্জের বাসভবনে গোয়েন্দা সংস্থার (ডিবি) একটি টিম অভিযান চা‌লি‌য়ে‌ছে ব‌লে তার সমর্থকরা দা‌বি ক‌রে।

এ সংক্রান্ত ক্লোজ সার্কিট ক্যামেরার কয়েকটি ভিডিও শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে তার সমর্থক বিএনপির কয়েকজন নেতাকর্মী।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সিসি ক্যামেরার কয়েকটি ভিডিও ফুটেজ ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন স্যারকে গ্রেপ্তারের জন্যে ওনার বাসায় পেটুয়া ডিবি লীগের অভিযানের খন্ড চিত্র।

সাবেক এমপি গিয়াসউদ্দীন গণমাধ্যমকে জানান, গায়েবী ভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা উপস্থাপন করা হচ্ছে। যেসব ঘটনা কেউ দেখেনি, কেউ জানেনা অথচ পুলিশ সবই জানে। আমি পুলিশকে অনুরোধ করবো তারা যেন কোন দলের হয়ে প্রতিনিধিত্ব না করে। সুস্থ রাজনীতির পরিবেশ নষ্ট করে ষড়যন্ত্রমূলকভাবে এসব কর্মকান্ড চালিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। আমি স্পষ্ট বলছি একগুলো গায়েবী মামলা ও আসামী হলো সব ভৌতিক। আমাদের হামলা-মামলা, গ্রেপ্তারের ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close