অপরাধআড়াইহাজারনারায়ণগঞ্জ

আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

আড়াইহাজারে র‌্যাবের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবী আটককৃতরা ‘মাদক বিক্রেতা’। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বিষনন্দি ফেরিঘাট এলাকার, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সামনে থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, ১টি পিকআপ ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়া কসবা উপজেলার আজকিনা, নোয়াগাঁও এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে মো. কাজল (২৭) ও রাজবাড়ির গোয়ালন্দ সরুফার চর এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মিরাজ শেখ (২৪)।

র‌্যাব-১১ উপ-সহকারী পরিচালক (সিনিয়ল এএসপি) সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় পিকআপ ভ্যান যোগে মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close