খেলাধুলানারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর

নারায়ণগঞ্জে ‘আর্জেন্টিনা বাড়ি’ নজর কাড়ছে সবার

আজ থেকে শুরু হচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কাতার বিশ্বকাপ ২০২২। সারা বিশ্বের মতোই বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। বাড়ির ছাদে উঠছে ব্রাজিল, আর্জেন্টিনাসহ প্রিয় দলগুলোর পতাকা। এখানেই থেমে যাননি ফুটবল ভক্তরা। নারায়ণগঞ্জ নগরীর গলাচিপায় দেখা মিলল এক আর্জেন্টিনা বাড়ির।

সীমানাপ্রাচীর, আঙ্গিনার গাছ, গেটসহ সম্পূর্ণ বাড়িটি রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার রঙে। বাড়িটি এখন ‘আর্জেন্টিনা-বাড়ি’ হিসেবে পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেল, বাড়িটি এক আর্জেন্টাইন ভক্তের। তার নাম মো. আউয়াল। মেয়ে, জামাতা ও নাতিদের নিয়ে বাড়িটিতে বসবাস করেন তিনি। বাড়িটির রঙ করিয়েছেন জামাতা মো. আফজাল মুন্সী।

বাড়িটি নিয়ে বর্তমানে স্থানীয় আর্জেন্টাইন ভক্তদের মাঝে উন্মাদনার শেষ নেই। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লা ছয়তলা ভবনকেই ব্রাজিলের পতাকার আদলে রং করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ব্রাজিল বাড়ি।

স্থানীয় এক আর্জেন্টাইন ফুটবল ভক্ত নাহিদ জানান, বিশ্বকাপ খেলা উপলক্ষে আর্জেন্টিনা সাপোর্টারদের পক্ষ থেকে একটি আনন্দ র্যালি করা হবে। তার প্রস্তুতি চলছে। এরই মধ্যে এলাকায় আর্জেন্টিনা-বাড়ি হওয়ায় আমাদের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেছে। ইনশাল্লাহ এবার মেসি বিশ্বকাপ জিতবে।

বাড়িটির মালিক মোঃ আউয়াল মেম্বার এর সাথে, একজন আর্জেন্টাইন ভক্ত; শুধু তাই নয় তার পরিবারের অন্যান্য সদস্যাও ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, বিশ্বকাপ খেলা শুরু হওয়ার পর বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করবো। আরো আয়োজন করা হবে। আশা করছি এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।

আর্জেন্টিনার পতাকার আদলে রং করার বিষয়টি নিয়ে ওনার কাছে জানতে চাইলে বাড়ির মালিক আউয়াল সাহেবের জামাতা আফজাল মুন্সী বলেন, গত বিশ্বকাপের সময় ঢাকায় ছিলাম। তবে এখন নারায়ণগঞ্জে বসবাস করি। আর্জেন্টিনা দলকে সমর্থন করি। আর সেজন্য আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রঙ করেছি। বিশেষ করে ‘ব্রাজিল-বাড়ি’র পর এই আগ্রহটা তৈরি হয়। ১০ থেকে ১২ দিন আগে রঙের কাজ শেষ হয়েছে। এখনও আর্জেন্টিনার নাম লেখা বাকি আছে। বাড়িটি রঙ করতে ব্যয় হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।

আফজাল মুন্সির সহধর্মিনী আঞ্জুমান আরা মুন্নি বলেন, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে বলে আমাদের সবার প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close