অপরাধজাতীয়নারায়ণগঞ্জ

সাব্বির আলম হত্যা মামলায় জাকির খানের জামিন না মঞ্জুর

ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী জাকির খানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (২০ নভেম্বর)সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে তাকে হাজির করা হয়। এদিন সাক্ষী না আসায় তার জামিন আবেদন করা হলে বিচারক উম্মে সরাবান তহুরার আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দিন সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জাকির খানকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। ওই সময়ে সমর্থকেরা মিছিল ও স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দেয়। আদালতে এদিন জাকির খানের জামিন আবেদন করা হলে না মঞ্জুর করে আদালত।

উল্লেখ্য, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী তৎকালীন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের ছোট ভাই ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার আততায়ীর গুলিতে নিহত হয়। এ ব্যাপারে জাকির খানকে আসামী করে মামলা দায়ের করেন তৈমূর আলম খন্দকার। এর পর জাকির খান নারায়ণগঞ্জ ছেড়ে পাড়ি জমায় থাইল্যান্ডে। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। গত ২ সেপ্টেম্বর  র‌্যাব-১১ বিশেষ অভিযানে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা এলাকা হতে বিদেশী পিস্তলসহ জাকির খানকে গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close