অপরাধনারায়ণগঞ্জরুপগঞ্জ
রূপগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১
রূপগঞ্জে ১৫ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ মামলার আসামি আব্দুল লতিফ (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন পাড়াগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ রূপগঞ্জ থানাধীন পাড়াগাও এলাকার মৃত হাসান আলী এর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর ভুক্তভোগী কিশোরী রূপগঞ্জের লাভরাপাড়া এলাকায় ফুপুর বাড়িতে বেড়াতে যায়। পরে গাউছিয়া এলাকা থেকে ফেরার পথে রিকশা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করে আব্দুল লতিফসহ কয়েকজন। পরে ১৭ নভেম্বর ওই কিশোরী রূপগঞ্জ থানায় মামলা করে। মামলার পর অভিযান চালিয়ে লতিফকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার লতিফ ‘ধর্ষণের’ কথা স্বীকার করেছে বলেও জানায় র্যাব। পরে গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।