আইন ও অধিকারজাতীয়জেলা/উপজেলাসারাদেশ

নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে উত্তপ্ত বিক্ষোভ তান্ডব ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব সংবাদদাতা, নাবায়ণগঞ্জ:
বাংলাদেশ সর্কারের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার (২৬ মার্চ) দিনভর উত্তপ্ত ছিল ঢাকার বায়তুল মোকাররম এলাকা। চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ কর্মকান্ডে এক হযবরল অবস্থা বিরাজ করছে। বিক্ষোভে অংশ নেওয়া মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মভিত্তিক দলের নেতা-কর্মী ও মুসল্লিদের সাথে পুলিশ, সরকারি দলের ছাত্র-যুব-স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় নিহত একজন আর আহত হন শতাধিক।

শনিবার (২৭ মার্চ) সকালে বিজিবি’র মহা পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান, এসপিপি, পিএসসি, এসি বিষয়টি নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বেসামরিক প্রশাসনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সারাদেশে আজ শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ কর্মসূচী দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল রবিবার (২৮ মার্চ) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল রাতেই দেশের বিভিন্ন জেলায় বিজিবি’র সদস্যদের টহল দিতে দেখা যায়।

বিজিবি সদস্য কোন জেলায় মোট কতজন মোতায়েন করা হয়েছে তা জানতে চাইলে, লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, এটা এখন বলা যাচ্ছে না। কোনো কোনো জেলায় বিজিবি মোতায়েনের পর তুলে নেওয়া হয়েছে। আবার নতুন করে কোনো জেলায় মোতায়েনও করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close