নারায়ণগঞ্জফতুল্লা
ফতুল্লায় এসি বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫ জন
ফতুল্লায় একটি বাসভবনে এসি বিস্ফোরণে একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টায় ফতুল্লা চৌধুরী বাড়ি ওই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, কবি ও গায়ক এস এ শামীমের ফতুল্লা চৌধুরী বাড়ির বাসভবনে দুপুর ১ টায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এসএ শামীম, পুত্র বাবন ( ২৮) ও এসএ শামীমের নাতীসহ আরও দুইজন দগ্ধ হয়। গুরুতর অবস্থায় ৫ জনকেই নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন প্রধান জানান, কবি ও গায়ক এসএ শামীমের বাসভবনের ভেতর তার গানের স্টুডিও। সেখানে গান ও ভিডিও রেকর্ডিংয়ের কাজ চলতো। মার্ক ভিডিও রেকর্ডিং নামের ঐ কক্ষে সোমবার দুপুর ১টার দিকে হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এস এ শামীম, তার পুত্র, নাতিসহ ৫জন দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়।