ঢাকানারায়ণগঞ্জ

ট্রেনের ধাক্কায় নারায়ণগঞ্জের এক ব্যক্তির ঢাকায় মৃত্যু

ট্রেনের ধাক্কায় আব্দুল মোতালেব নামের নারায়ণগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে শনিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর গোলাপবাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মোতালেবের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুল্লা গ্রাম।

আব্দুল মোতালেবের ছেলে লিটন মিয়া বলেন, ‘শুক্রবার আমার ছোট বোনের বিয়ে হয়। আজ বৌভাত। বোনকে নাইওর নেয়ার জন্য আমরা সোনারগাঁও থেকে স্বামীবাগ এলাকায় বোনের বাসায় আসি। আমরা যখন সবাই ব্যস্ত তখন আমার বাবা রাস্তায় বের হন। পরে জানতে পারি তিনি গোলাপবাগ হুমায়ুন সাহেবের রেল গেটে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাবাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close