নারায়ণগঞ্জ

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের রজতজয়ন্তী উৎসব সফল করতে শহরে বর্ণাঢ্য র‌্যালী

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে এসএসসি পরীক্ষার ২৫ বছর পূর্তি উৎসব রজত জয়ন্তী। শুক্রবার সকাল থেকে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়।

১১ নভেম্বরের রিইউনিয়ন সফল ও সার্থক করতে বাদ্য বাজনায় মেতে ওঠে তারা। তখন মিলন মেলায় পরিণত হয় বন্ধুদের বিচরণে। ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের আয়োজনে বাদ্যবাজনা সহকারে বর্ণাঢ্য র‌্যালী নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথের নেতৃত্বে এসএসসির পরিক্ষার ২৫ বছর পূর্তি উৎসব পালনের লক্ষ্যে ৪ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২ নং রেলগেইট হয়ে আবারও চাষাড়া চত্তরে এসে শেষ হয়।

এ সময় ডাঃ ফরহাদ আহমেদ জেনিথ বলেন, জয় হোক বন্ধুত্বের, জয় হোক মানবতার। আগামী ১১ নভেম্বর শুক্রবার ফতুল্লার পঞ্চবটি এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে জমকালো আয়োজনে রজত জয়ন্তী অনুষ্ঠানে সকল বন্ধুদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং পুরোনো দিনের সেই স্মৃতি চারণ করা হবে। ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ দোলন বলেন, ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধশালী নারায়ণগঞ্জে জেলার বিভিন্ন স্কুলের ১৯৯৭ সালের এসএসসি পরীক্ষার সহপাঠীদের স্বপরিবারে মিলন মেলা ঘটবে ১১ নভেম্বর। জেলার রেজিস্ট্রেশনকারী সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসায় আমরা এগিয়ে যাবো বন্ধুত্বের বন্ধনে। পরিশেষে র‌্যালী প্রধান ইফতেখারুল ইসলাম প্রিন্স সকল বন্ধুদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সেতু বন্ধন রচনায় আরেকটি মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করতে ১১ তারিখ সকাল সকাল অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান।

আনন্দ বিনোদনে বর্ণাঢ্য র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন জিতু সুমন, মোয়াজ্জেম হোসেন টিপু, সায়েম কবীর, এম এ মান্নান ভূঁইয়া, নাদিম কবীর, ইয়াসির ইবনে মিজান সোহান, সনেট, সাইফুল ইসলাম, আহমদ আলী সজিব, ফিরোজ আলম, কামরুল হাসান সোহাগ, আলমগীর হোসেন, হালিমুল্লাহ টিটু, মামুন ফকির, রিপন মাহমুদ আকাশ, নেয়ামত উল্লাহ চুন্নু, সাদ্দাম হোসেন মির্জা, ওসমান গনি, সুমন আচার্য, রিয়াজ উদ্দিন টিটু, তাফহিম রাসেল রনি, ফয়সাল আহমেদ, সোহাগ খান, রিমু আফরোজ, ফারজানা আক্তার মিষ্টি, শামীমা জাহান, তানিয়া রহমান রন্টি, এডভোকেট রাশেদ ভুঁইয়া, নজরুল ইসলাম লিটন, নূর হোসেন টিটু সহ বিভিন্ন স্কুলের বন্ধুরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close