অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় অষ্টম শ্রেণির ছাত্র আহত

শনিবার, ০৫ নভেম্বর ২০২২: সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় অষ্টম শ্রেণির ছাত্র আহত
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মোঃ আল ফাহাদ ( ১৬ ) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আহত স্কুলছাত্র সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

হামলায় আহত শিক্ষার্থী ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোস্তাফা কামালের ছেলে মেহরাজ মাহী একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নেতৃত্বে একটি কিশোর গ্যাং চলে। বিভিন্ন বিষয় নিয়ে ফাহাদের ওপর ক্ষিপ্ত ছিল মেহরাজ মাহী ও তার অনুসারীরা। আগেও কয়েকবার তারা ফাহাদের ওপর হামলা চালাতে চেষ্টা করলেও ব্যর্থ হয়।

এদিকে গত মঙ্গলবার (পহেলা নভেম্বর ) বিকেলে ফাহাদের বাড়ির পাশে একটি ডুবা থেকে বড়শি দিয়ে মাছ ধরতে দেখে তার ওপর হামলা চালায় মেহরাজ মাহী, শাহেদ ও তাদের অনুসারীরা। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে ফাহাদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে শরিরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে এবং রডের আগাতে তার বাম চোখ নষ্ট করে দেয় মেহরাজ মাহী ও তার অনুসারীরা । এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাননাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ফাহাদ জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সস্টিউটে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় স্কুলছাত্র ফাহাদের বাবা সিরাজুল ইসলাম বাদি হয়ে কিশোর গ্যাংয়ের মদদধাতা মোঃ মোস্তাফা কামাল ও তার ছেলে মেহরাজ মাহী এবং শাহেদ নামের এক কিশোর সহ অজ্ঞাত আরো চার-পাচজনকে অভিযুক্ত করে সিদ্বিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পরেই অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে শাহেদ নামের এক আসামিকে গ্রেফতার করেন এবং বাকী পলাতক আসামিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সিদ্বিরগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় আহত স্কুলছাত্র ফাহাদের পরিবার অভিযুক্ত কিশোরগ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close