অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

রাজমিস্ত্রীর বেশে ইয়াবা পাচার, র‌্যাব ১১ এর হাতে গ্রেপ্তার ১

রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত এ্যালুমিনিয়ামের তৈরি চ্যানেল; সেটার ভিতর থেকেই বেড়িয়ে এসেছে ২ হাজার ৯’শ ২০ পিস ইয়াবা। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা।

আদমজী নগর কার্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ তথ্য জানান সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু।

গ্রেপ্তারকৃত যুবক ২৭ বছর বয়সী মো. হাসান আহম্মেদ। সে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপির মুন্ডারডিল এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, বিশেষ ভাবে লুকানো ইয়াবাসহ বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চাঁন সুপার মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলাসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাঁর বিরুদ্ধে এর আগেও বাকলিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close