নারায়ণগঞ্জরুপগঞ্জ
রূপগঞ্জে ২৭৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৭৪ বোতল ফেন্সিডিলসহ মো. বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) এশিয়ান হাইওয়ে সড়কের দড়িকান্দি এলাকায় ভুলতা ফাঁড়ির একটি টহল টিম কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার গতিরোধ করে।
পরে গাড়িটিতে তল্লাশী চালিয়ে ওই ফেন্সিডিলসহ বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. বাবু রাজধানীর খিলগাও থানাধীন মেরাদিয়া এলাকার নুরে আলমের ছেলে। ফেনসিডিল বহন করা ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ভুলতা ফাড়ির ইনচার্জ মাহবুবুুর রহমান সুমন এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।