নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ
গোদনাইল শান্তিবাগ নামে এলাকা গঠন, সামাজিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম ইফতি, বার্তাকক্ষ সম্পাদক – দৈনিক বজ্রধ্বনিঃ
২৮শে অক্টোবর ২০২২ শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের আল-মা’মূর জামে মসজিদের আশেপাশের এলাকার নাম গোদনাইল শান্তিবাগ নামে রাখার বিষয়ে সামাজিক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমআ মসজিদে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ও সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এলক্ষ্যে গঠিত কমিটির সভাপতি পদে আব্দুস সাত্তার শিশু ও সাধারন সম্পাদক পদে মো. মিজানুর রহমান টিপু মনোনীত হন।
৮ নং ওয়ার্ডের কাউন্সিলর বিদেশ সফররত থাকায় উনার প্রত্যাবর্তন এর পরে আলোচ্য বিষয়সমূহ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক মনির হোসেন, মোতায়াল্লী মো.ফরহাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার শিশু, গোদনাইল আলোকিত যুব শক্তির সভাপতি মুহাম্মদ রাসেল তালুকদার সহ উল্লেখযোগ্য আরো অনেকে।