নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা’র আয়োজনে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে ভোলাইল বাজারে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- যুবদল নেতা জিতু হোসেন, রিজওয়ান সিকদার, কামাল হোসেন, সোহেল আহম্মেদ সহ কাশীপুর ইউনিয়নের অন্যান্য নেতা-কর্মীরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি সহ দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত শেষে রান্না করা খিচুড়ী বিতরণ করা হয়।